প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আওতায় সারা ভারতের কৃষকরা বছরে 6000 টাকা করে পায়। এই 2000 টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয়। যারা পূর্বেই এই যোজনার জন্য আবেদন করেছেন তারা পিএম কিষান সম্মান নিধি যোজনা লিস্ট চেক (PM Kisan Samman Nidhi Beneficiary List) করে নিতে পারেন।
PM Kisan Samman Nidhi Yojana Beneficiary List
The farmers who have already applied for PM Kisan Samman Nidhi Yojana, can check PM Kisan Samman Nidhi Beneficiary List 2023. Here, we have mentioned how to see the list online. This is a central government scheme launched by Prime Minister Narendra Modi. Under this scheme, the farmers of India get 6000 rupees per year in 3 installments.
Scheme | PM Kisan Samman Nidhi Yojana |
Beneficiary | Farmers of India |
Benefits | Rs.6000 yearly |
Amount per Installment | Rs.2000 |
Official Website | pmkisan.gov.in |
পিএম কিষান সম্মান নিধি যোজনা লিস্ট
প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনায় আপনার নাম আছে কিনা বা লিস্ট দেখতে হলে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিচে দিয়েছি সেই হিসেবে সেগুলো অনুসরণ করার পর আপনি খুব সহজেই পিএম কিষান সম্মান নিধি যোজনা লিস্ট দেখতে পারবেন।
- প্রথমে আপনাকে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হল – pmkisan.gov.in
- ওয়েবসাইটে ভিজিট করার পর হোমপেজে (Farmers Corner) ফারমার্স কর্নার বলে একটি অপশন দেখতে পাবেন। সেই অপশনের নিচেই কতগুলি আরো অপশন দেখতে পাবেন। সেখানেই একটি অপশন দেখতে পাবেন যা হল (Beneficiary List) বেনিফিশিয়ারি লিস্ট। নিচের ছবি দেওয়া আছে।

- তারপর এই অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আরেকটি নতুন পেজ আপনার সামনে কম্পিউটার বা মোবাইল ফোনে দেখতে পাবেন।
- এরপর এই পেজে পাঁচটি অপশন দেখতে পাবেন। প্রতিটি অপশন থেকে আপনার প্রয়োজনীয় তথ্য সিলেক্ট করতে হবে।

- যেমন প্রথমে দেওয়া আছে স্টেট এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেট করতে হবে।
- তারপর অপশনটি আছে ডিস্ট্রিক্ট বা আপনার জেলা সিলেক্ট করতে হবে।
- তারপর অপশনটি আছে সাব ডিস্ট্রিক্ট মানে আপনার মহকুমা সিলেক্ট করতে হবে।
- তারপর অপশনটি আছে ব্লক। সেখান থেকে আপনার ব্লকের নাম সিলেক্ট করুন।
- লাস্ট অপশনটি হলো ভিলেজ অর্থাৎ আপনার গ্রামের নাম সিলেক্ট করুন সেখানকার লিস্ট আপনি দেখতে চান।
- সবশেষে গেট রিপোর্ট বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার সামনে ওই গ্রামের সমস্ত লিস্ট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার লিস্ট ভেসে উঠবে।

- ওই লিস্টের অনেকগুলি পেজ থাকবে প্রথম পেজে আপনার নাম না থাকলে নিচে দুই নাম্বার পেজে ক্লিক করুন তাহলে দুই নম্বর পেজটি আপনার সামনে ভেসে উঠবে এভাবে অনেকগুলি পেজ চেক করে আপনার নাম দেখতে পাবেন।
এভাবেই আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার লিস্ট (PM Kisan Samman Nidhi Beneficiary List) দেখতে পারবেন।
1 thought on “পিএম কিষান সম্মান নিধি যোজনা লিস্ট 2023 | PM Kisan Samman Nidhi Beneficiary List”