স্বস্তির খবর : প্যান-আধার লিংকের সময়সীমা বাড়ল | Pan-Aadhar Link Last Date 2023

Pan-Aadhar Link Last Date : অবশেষে স্বস্তির খবর ভারত সরকার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ বাড়িয়ে দিয়েছে। এখন প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা শেষ তারিখ হল ৩০ শে জুন ২০২৩। আগে শেষ তারিখ ছিল ৩১ শে মার্চ ২০২৩। 

প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার তারিখ বাড়ানোর পিছনে একটাই উদ্দেশ্য যাতে সকল নাগরিক প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করাতে পারেন। কারণ সরকারি হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত কোটি কোটি গ্রাহক প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করাতে পারেন তাই এই সিদ্ধান্ত সরকারের।

প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক | Pan-Aadhar Link Last Date

এখনো পর্যন্ত যাদের প্যান কার্ড এবং আধার কার্ড লিংক (Pan-Aadhar Link )করা হয়নি তারা ৩১ শে মার্চ ২০২৩ এর মধ্যে এক হাজার টাকা জরিমানা দিয়ে লিঙ্ক করাতে পারতেন। কিন্তু সেই তারিখ এখন সেই সময়সীমা বাড়ানো হয়েছে এখন ৩০ জুন ২০২৩ পর্যন্ত লিংক (Pan-Aadhar Link Last Date) করাতে পারেন। কিন্তু সরকারের তরফ থেকে এবং বিশেষজ্ঞ মহলের মতে ৩১ এ মার্চের আগেই আপনি আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিংক করানোর জন্য কারণ এটি খুব গুরুত্বপূর্ণ। না হলে আপনাকে ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারে এমনকি আপনার প্যান কার্ড বাতিল হয়েও যেতে পারে। 

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক এর নতুন সময়সীমা ও জরিমানা

প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক (Pan-Aadhar Link Last Date) করার সময়সীমা যদিও ৩০ শে জুন ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে কিন্তু তাদের লিংক করানোর জন্য ১০০০ টাকা জরিমানা দিয়ে লিঙ্ক করতে হবে। এরপরেও যদি কোন ব্যক্তি লিংক না করেন তাহলে ভবিষ্যতে থাকে এর থেকে বেশি জরিমানা দিতে হতে পারে বা তার প্যান কার্ড টি নিষ্ক্রিয় হয়ে যাবে। 

পিএম কিষান সম্মান নিধি যোজনা লিস্ট

প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক আছে কিনা | PAN-Aadhaar Link Check

আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিংক আছে কিনা তা আপনি নিজে থেকেই চেক করে নিতে পারেন। এই কাজটি আপনি আপনার মোবাইল ফোন থেকে করতে পারেন। 

  • এখানে একটি লিংক দেওয়া আছে এই লিংকটিতে ক্লিক করুন। 

PAN Card Aadhaar Card Link

  • ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে।
  •  সেখানে আপনাকে প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার এন্টার করতে হবে দুটি আলাদা বক্সে।
Pan-Aadhar Link Last Date
  • তারপর আপনাকে নিচে (Validate) ভেলিডেট বলে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে। 
  • যদি আপনার প্যান কার্ড এবং আধার কার্ড অলরেডি লিংক করার থাকে তাহলে একটি পপ-আপ মেসেজ ভেসে উঠবে এবং সেখানে লেখা থাকবে যে আপনার আধার কার্ড অলরেডি লিঙ্ক আছে প্যান কার্ডের সঙ্গে।

কিভাবে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করবেন | How To Link Pan-Aadhar Card Online

প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে হলে আপনাকে অবশ্যই ইনকাম ট্যাক্স এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে। আপনি নিজেও করতে পারেন আপনার কম্পিউটার থেকে। কিন্তু পেমেন্ট করার জন্য আপনার ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং থাকতে হবে। যদি আপনি নিজে থেকে না করতে চান তাহলে কোন অনলাইন সেন্টার বা ক্যাফে থেকেও Pan-Aadhar Link করতে পারেন। যদি আপনি নিজে থেকে প্যান কার্ড এবং আধার কার্ড লিংক করতে চান তাহলে নিচে একটি আর্টিকেল এর লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি ডিটেলস পড়ে নিতে পারেন।

ক্লিক করুন : প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক

Leave a Comment