আগামী দুই বছর কৃষকদের কোন আয়কর দিতে হবে না | No Income Tax on Agricultural Product

No Income Tax on Agricultural Product : সুখবর বাংলার কৃষকদের জন্য কারণ আগামী দু বছর বাংলার কৃষকদের তাদের উৎপাদিত কৃষি পণ্যের উপর কোন আয়কর দিতে হবে না। এমনিতেই বিভিন্ন কৃষি পণ্যের সেরকম বাজারদর নেই। আলু চাষ করে বিভিন্ন সমস্যার সম্মুখে হচ্ছেন। বাজারে আলুর দাম খুবই কম। যার ফলে কৃষকদের আশঙ্কা তাদের আলু চাষে অনেকটাই ক্ষতি হবে। এছাডাও বিভিন্ন ফসল চাষ করে তাদের সেই রকম লাভ হয় না। সঠিক সময়ে সঠিক বাজার না পাওয়ার ফলে কৃষকদের সব সময় সমস্যার পড়তে হয়। 

এবারও আলু হিমঘরে রাখা কে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘটনার ছবি সামনে এসেছে। 

বিভিন্ন রাজনৈতিক মহল মনে করছে, সরকার আগামী পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে আগামী দুই বছরের জন্য কৃষকদের আর কোন আয়কর দিতে হবে না কৃষি পণ্যের উপর।

এছাড়াও রাজ্য সরকার চা পাতার উপর দুই ধরনের শেষ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা বাজেটে।

চন্দ্রমা ভট্টাচার্য বিধানসভায় বলেন যে, রাজ্য সরকার করের বকেয়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখে একটি সুবিধাজনক পরিকল্পনা গ্রহণ করবে।

Leave a Comment